aliasউপনাম (alias) তৈরি করার জন্য ব্যবহৃত হয় — অর্থাৎ এমন শব্দ, যা কোনো কমান্ড স্ট্রিং দ্বারা প্রতিস্থাপিত হয়। উপনামগুলো বর্তমান শেল সেশন শেষ হলে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, যদি না শেলের কনফিগারেশন ফাইলে সংজ্ঞায়িত করা থাকে (যেমন Bash-এর জন্য
~/.bashrcঅথবা Zsh-এর জন্য~/.zshrc)। আরও দেখুন:unalias। আরও তথ্য পাবেন: https://www.gnu.org/software/bash/manual/bash.html#index-alias।
alias
alias {{শব্দ}}="{{কমান্ড}}"
alias {{শব্দ}}
unalias {{শব্দ}}
rm কমান্ডকে ইন্টার্যাকটিভ কমান্ডে রূপান্তর করুন:alias {{rm}}="{{rm --interactive}}"
ls --all-এর শর্টকাট হিসেবে la উপনাম তৈরি করুন:alias {{la}}="{{ls --all}}"